Ajker Patrika

জাকেরের ঝোড়ো ব্যাটিংয়ের পরও সিলেটের বড় হার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮: ০৬
জাকেরের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হারল সিলেট। ছবি: ফেসবুক
জাকেরের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হারল সিলেট। ছবি: ফেসবুক

জাকের আলী অনিক চেষ্টার তো কমতি রাখেননি। ৬ নম্বরে নেমে ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে জাকেরের এমন ঝড় সিলেট স্ট্রাইকার্সের কোনো কাজেই আসেনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংস জিতেছে হেসেখেলে।

হ্যাটট্রিক হারে এবারের বিপিএল শুরু করা সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়িয়েছিল টানা দুই ম্যাচ জিতে। জয়ের হ্যাটট্রিক করে যখন পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে, তখনই খেল হোঁচট।সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এখন চিটাগং কিংস।

২০৪ রানের লক্ষ্যে নেমে সিলেট যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট, একই সঙ্গে রান তোলার গতিও কমে যায়। ১০.৩ ওভারে ৪ উইকেটে ৬৪ রানে পরিণত হয় দলটি। পঞ্চম উইকেটে এরপর ২৮ বলে ৬২ রানের জুটি গড়েছেন জাকের ও জর্জ মানসি। ১৫তম ওভারের শেষ বলে মানসিকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। ৩৭ বলে চারটি করে চার ও ছক্কায় ৫২ রান করের মানসি।

ফিফটি করা মানসি ফিরলে সিলেটের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। তারা এরপর শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ২৩ বলে ৪৭ রান করেছেন। ৪ ছক্কা ও ৩ চার মেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রানে থেমে যায় সিলেট। মানসির ৫২ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৫ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। প্রথমে ব্যাটিং পেয়ে তাণ্ডব চালায় চিটাগং কিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে তারা। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গ্রাহাম ক্লার্ক। ৩৩ বলের ইনিংসে মেরেছেন ৫ ছক্কা ও ৩ চার। উসমান খানও ফিফটি পেয়েছেন এই ম্যাচে। ওপেনিংয়ে নেমে ৩৫ বলে করেছেন ৫৩ রান। সিলেটের তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩৮ রানে নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত