আত্মহত্যা করতে চেয়েছিলেন বলিউড নির্মাতা সাজিদ খান
‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ড করা হয়েছিল বলিউড নির্মাতা সাজিদ খানকে। সেই ঘটনার প্রায় ছয় বছর পার হয়েছে, এখনো ছন্দে ফিরতে পারেননি সাজিদ খান। নতুন আর কোনো সিনেমায় ডাক পাননি তিনি, ভুগেছেন অর্থকষ্টে। দুঃখে-অবসাদে আত্মহননের কথাও ভেবেছিলেন একাধিকবার।