বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে