বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১০ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে