এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে সিনেমা হলে দেখা যাবে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তানভীর হাসান।
সমাজের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনসংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ওমর মালিক, শমু চৌধুরী, আবদুল্লাহ রানা, সাবেরী আলম, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শবনম পারভীন, আমির সিরাজী প্রমুখ।
গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও ভোগান্তি পোহাতে হয়েছে নির্মাতাকে। গত জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একাধিকবার দেওয়া হয় সংশোধনী। সিনেমার নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সেন্সর বোর্ড সদস্যরা। সংশোধনী মেনে নিলেও নির্মাতা জানিয়েছিলেন, কোনোভাবেই নাম পরিবর্তন করবেন না তিনি। তিনবারের চেষ্টায় গত বছর জুলাইয়ের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
পরিচালক তানভীর হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। মধ্যবিত্ত শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সদস্য সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
সিনেমার অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটি আমার অভিনীত। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প।’
বছরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে সিনেমা হলে দেখা যাবে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তানভীর হাসান।
সমাজের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনসংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ওমর মালিক, শমু চৌধুরী, আবদুল্লাহ রানা, সাবেরী আলম, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শবনম পারভীন, আমির সিরাজী প্রমুখ।
গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও ভোগান্তি পোহাতে হয়েছে নির্মাতাকে। গত জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একাধিকবার দেওয়া হয় সংশোধনী। সিনেমার নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সেন্সর বোর্ড সদস্যরা। সংশোধনী মেনে নিলেও নির্মাতা জানিয়েছিলেন, কোনোভাবেই নাম পরিবর্তন করবেন না তিনি। তিনবারের চেষ্টায় গত বছর জুলাইয়ের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
পরিচালক তানভীর হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। মধ্যবিত্ত শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সদস্য সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
সিনেমার অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটি আমার অভিনীত। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প।’
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
৩ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৩ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৩ ঘণ্টা আগে