এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে সিনেমা হলে দেখা যাবে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তানভীর হাসান।
সমাজের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনসংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ওমর মালিক, শমু চৌধুরী, আবদুল্লাহ রানা, সাবেরী আলম, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শবনম পারভীন, আমির সিরাজী প্রমুখ।
গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও ভোগান্তি পোহাতে হয়েছে নির্মাতাকে। গত জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একাধিকবার দেওয়া হয় সংশোধনী। সিনেমার নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সেন্সর বোর্ড সদস্যরা। সংশোধনী মেনে নিলেও নির্মাতা জানিয়েছিলেন, কোনোভাবেই নাম পরিবর্তন করবেন না তিনি। তিনবারের চেষ্টায় গত বছর জুলাইয়ের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
পরিচালক তানভীর হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। মধ্যবিত্ত শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সদস্য সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
সিনেমার অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটি আমার অভিনীত। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প।’
বছরের প্রথম সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে সিনেমা হলে দেখা যাবে তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তানভীর হাসান।
সমাজের নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনসংগ্রামের কাহিনি নিয়ে তৈরি হয়েছে মধ্যবিত্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, ওমর মালিক, শমু চৌধুরী, আবদুল্লাহ রানা, সাবেরী আলম, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শবনম পারভীন, আমির সিরাজী প্রমুখ।
গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও ভোগান্তি পোহাতে হয়েছে নির্মাতাকে। গত জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একাধিকবার দেওয়া হয় সংশোধনী। সিনেমার নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তৎকালীন সেন্সর বোর্ড সদস্যরা। সংশোধনী মেনে নিলেও নির্মাতা জানিয়েছিলেন, কোনোভাবেই নাম পরিবর্তন করবেন না তিনি। তিনবারের চেষ্টায় গত বছর জুলাইয়ের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।
পরিচালক তানভীর হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। মধ্যবিত্ত শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। মধ্যবিত্ত প্রতিটি পরিবারের সদস্য সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।’
সিনেমার অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটি আমার অভিনীত। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প।’
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৬ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১৮ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২১ ঘণ্টা আগে