অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
৫ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
৫ ঘণ্টা আগে