অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।
ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’
আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’
২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।
অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে