সৌদিকে সাবধান করে লাপোর্তার কথা, ‘বার্সা মেসির ঘর’
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা সর্বশেষ শিরোপা জিতেছিল কবে? প্রশ্নটা দুই দিন আগে করা হলে নিশ্চিতভাবে পরিসংখ্যান ঘাটতে হতো যেকোনো ফুটবল ভক্তকে। এমনকি বার্সা সমর্থকরাও সঠিক উত্তর দিতে পারতেন কিনা সন্দেহ। তবে এখন তারা বুক ফুলিয়ে বলতে পারবেন, গতকালই মেসিকে ছাড়া প্রথম লা লিগা জিতেছে কাতালান জায়ান্টরা। তার