বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও বুসকেটস। তবে এখনো ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন স্পেনের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। সামনে আরও কয়েক বছর খেলবেন এটাও নিশ্চিত।
কিন্তু বার্সেলোনার হয়ে আর বুসকেটসকে দেখা যাবে না। গতকাল এই মৌসুম শেষেই দীর্ঘ ১৬ বছরের যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণার পর থেকেই অনেকের কাছ থেকে ভবিষ্যতের শুভকামনা পাচ্ছেন তিনি। তাঁকে শুভকামনা জানাতে ভুলে যাননি লিওনেল মেসিও।
শুধু শুভকামনাই জানাননি, বুসকেটসের সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তের স্মৃতিগুলোও স্মরণ করেছেন মেসি। সামাজিক মাধ্যমে সাবেক সতীর্থকে নিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিখেছেন, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’
এর আগে গতকাল বার্সা ছাড়ার বিষয়ে বুসকেটস লিখেছেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য ও ভক্ত সবাইকে ধন্যবাদ।’
বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও বুসকেটস। তবে এখনো ক্লাব ফুটবলে খেলে যাচ্ছেন স্পেনের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার। সামনে আরও কয়েক বছর খেলবেন এটাও নিশ্চিত।
কিন্তু বার্সেলোনার হয়ে আর বুসকেটসকে দেখা যাবে না। গতকাল এই মৌসুম শেষেই দীর্ঘ ১৬ বছরের যাত্রা শেষ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণার পর থেকেই অনেকের কাছ থেকে ভবিষ্যতের শুভকামনা পাচ্ছেন তিনি। তাঁকে শুভকামনা জানাতে ভুলে যাননি লিওনেল মেসিও।
শুধু শুভকামনাই জানাননি, বুসকেটসের সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তের স্মৃতিগুলোও স্মরণ করেছেন মেসি। সামাজিক মাধ্যমে সাবেক সতীর্থকে নিয়ে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী লিখেছেন, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, কিন্তু বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’
এর আগে গতকাল বার্সা ছাড়ার বিষয়ে বুসকেটস লিখেছেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য ও ভক্ত সবাইকে ধন্যবাদ।’
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১০ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৩ ঘণ্টা আগে