Ajker Patrika

‘মেসি অসম্ভবকে সম্ভব করে বার্সেলোনায় ফিরতে পারেন’

আপডেট : ১১ মে ২০২৩, ১৩: ০৮
‘মেসি অসম্ভবকে সম্ভব করে বার্সেলোনায় ফিরতে পারেন’

মৌসুমের সময় যত শেষের দিকে আসছে, লিওনেল মেসির নতুন গন্তব্যস্থল নিয়ে তত আলোচনা হচ্ছে। তবে আর্জেন্টাইন অধিনায়কের নতুন ঠিকানা নিয়ে কেউই সঠিক তথ্য দিতে পারছেন না। শুধু গুঞ্জন চলছে। 

দুই দিন আগে এক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছিল, সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে মেসির চুক্তি হয়ে গেছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মেসির বাবা হোর্হে মেসি জানান যে, এখনো কোনো ক্লাবের সঙ্গেই লিওর চুক্তি হয়নি। এ খবর ভুয়া। 

এতে ফুটবল অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে—মৌসুম শেষে কোথায় যেতে পারেন মেসি? তবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে প্রিয় ক্লাব বার্সেলোনায় আবারও ফিরতে পারেন তিনি। কাতালান ক্লাবও তাঁকে ফিরে পেতে আগ্রহী। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে হলে নিজেকে ছাড় দিতে হবে। 

ছাড় দিয়ে প্রিয় ক্লাবে মেসি যাবেন কি না, সেটা মৌসুম শেষে জানা যাবে। তবে পেপ গার্দিওলার বিশ্বাস, তাঁর সাবেক শিষ্য অসম্ভবকে সম্ভব করে আবারও বার্সায় ফিরবেন। বার্সায় ফেরার বিষয়টা সরাসরি না বললেও ইএসপিএনকে আকারে-ইঙ্গিতে এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। 

গার্দিওলা বলেছেন, ‘আমি বার্সেলোনার একজন সমর্থক। ক্যাম্প ন্যুর টিকিট আমার কাছে রয়েছে। আশা করি একদিন তাকে বিদায় জানাতে পারব যেমনটা তার প্রাপ্য। সে সর্বকালের সেরা খেলোয়াড়।’ 

বার্সেলোনায় মেসির সঙ্গে নিজের যুগলবন্দীর স্মৃতিচারণও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘গত ১২ বছরে বার্সেলোনায় এক অভ্যুত্থান ঘটেছিল, যা তাকে ছাড়া সম্ভব হতো না। শুধু শিরোপার সংখ্যা নিয়ে বলছি না। খেলায় তার সম্পৃক্ততা, সৌন্দর্য, দক্ষতা সবকিছুই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত