পাকিস্তানের আক্ষেপ বাড়িয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়
রেকর্ড গড়তে মুলতানে পাকিস্তানের দরকার ছিল ১৫৭ রান, ৬ উইকেট। তখনও ম্যাচের দুইদিন বাকি। তবে শেষ হাসি হাসতে পারল না পাকিস্তান। পেন্ডুলামের মতো দুলতে থাকা দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।