Ajker Patrika

তারকা পেসার ছাড়াই পাকিস্তান-ভারতের বিপক্ষে দল ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৬
তারকা পেসার ছাড়াই পাকিস্তান-ভারতের বিপক্ষে দল ঘোষণা নিউজিল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পরই ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের পর ভারত সফরে যাবে কিউইরা। দুই সিরিজের ওয়ানডে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অ্যাডাম মিলনে। মিলনের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্লেয়ার টিকনার।

গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মিলনে। যেখানে দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডেতে খেলেছিলেন নিউজিল্যান্ডের এই পেসার। ভারত সিরিজ থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মিলনে। ঝুঁকি না নিয়ে দুটি ওয়ানডে সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন কিউই এই পেসার।

মিলনের নিজেকে সরিয়ে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন। লারসেন বলেন, ‘অ্যাডাম তার চোট নিয়ে খুব ভাবছে। তার (মিলনে) সঙ্গে আমরা কথা বলেছি। টানা দুটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা তার পক্ষে কষ্টকর হবে। নিজের দলকে যে ঝুঁকিতে ফেলতে চায়নি, এ কারণে তার সততার প্রশংসা করি।’ 

টেস্ট সিরিজ শেষে পাকিস্তান-নিউজিল্যান্ড ৯, ১১ ও ১৩ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ১৮, ২১ ও ২৪ জানুয়ারি ভারতের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৭ জানুয়ারি, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-নিউজিল্যান্ড। 

পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের দল: 
কেইন উইলিয়ামসন (পাকিস্তান সিরিজে অধিনায়ক), টম লাথাম (ভারত সিরিজে অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান (ভারত সিরিজ), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি (ভারত সিরিজ), লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি, টিম সাউদি (পাকিস্তান সিরিজ), ব্লেয়ার টিকনার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত