মেহেদি হাসান মিরাজের কাঁধে চড়েই গত বছর ভারত সিরিজের বৈতরণী পার হয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছিলেন সিরিজসেরা। আইসিসির ২০২২ ওয়ানডে দলে জায়গা পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুধু ভারত সিরিজই নয়, আফগানিস্তান সিরিজেও বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছিলেন মিরাজ। মিরাজ ছাড়া এই দলে আছেন বাবর আজম, সিকান্দার রাজা, মোহাম্মদ সিরাজের মতো তারকা ক্রিকেটাররা। গত বছর ওয়ানডেতে পাকিস্তানি অধিনায়ক হ্যাটট্রিক সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেরও অধিনায়ক বাবর। আর রাজা ২০২২ বছরটা কাটিয়েছেন স্বপ্নের মতো। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ-সেরা হয়েছিলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। মোহাম্মদ সিরাজ নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন।
আইসিসির ২০২২ ওয়ানডে দলে দুজন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের। সিরাজ ছাড়া আরেক ভারতীয় ক্রিকেটার হলেন শ্রেয়াস আইয়ার। একজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।
আইসিসির ২০২২ ওয়ানডে দল:
১। বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান) :
৯ ম্যাচ; ৬৭৯ রান; গড়: ৮৪.৮৭; স্ট্রাইকরেট: ৯০.৭৭; সর্বোচ্চ: ১১৪; সেঞ্চুরি: ৩; ফিফটি: ৫
২। ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) :
৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, স্ট্রাইকরেট: ১১২.২৪, সর্বোচ্চ: ১৫২, সেঞ্চুরি: ২, ফিফটি: ৩
৩। শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ):
২১ ম্যাচ; ৭০৯ রান; গড়: ৩৫.৪৫; স্ট্রাইকরেট: ৭৪.২৪; সর্বোচ্চ: ১২৭; সেঞ্চুরি: ৩; ফিফটি: ২
৪। শ্রেয়াস আইয়ার (ভারত):
১৭ ম্যাচ, ৭২৪ রান, গড়: ৫৫.৬৯, স্ট্রাইকরেট: ৯১.৫২, সর্বোচ্চ: ১১৩ *, সেঞ্চুরি: ১, ফিফটি: ৬
৫। টম লাথাম (উইকেটরক্ষক) (নিউজিল্যান্ড):
১৫ ম্যাচ; ৫৫৮ রান; গড়: ৫৫.৮০; স্ট্রাইকরেট: ১০১.২৭; সর্বোচ্চ: ১৪৫ *; সেঞ্চুরি: ২; ফিফটি: ২
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে):
১৫ ম্যাচ; ৬৪৫ রান; গড়: ৪৯.৬১; স্ট্রাইক রেট: ৮৭.১৬; সর্বোচ্চ: ১৩৫ *; সেঞ্চুরি: ৩; ফিফটি: ২
উইকেট: ৮; ইকোনমি: ৫.০৩; সেরা বোলিং: ৩ / ৫৬
৭। মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ):
১৫ ম্যাচ; ৩৩০ রান; গড়: ৬৬; স্ট্রাইকরেট: ৮৪.১৮; সেঞ্চুরি: ১; ফিফটি: ১; ২৪ উইকেট; ইকোনমি: ৫.৪৪; সেরা বোলিং: ৪ / ২৯
৮। আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ):
১৭ ম্যাচ; ২৭ উইকেট; ইকোনমি: ৪.৬১; সেরা বোলিং: ৩ / ৩৬
৯। মোহাম্মদ সিরাজ (ভারত):
১৫ ম্যাচ; ২৪ উইকেট; ইকোনমি: ৪.৬২; সেরা বোলিং: ৩ / ২৯
১০। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড):
৬ ম্যাচ, উইকেট: ১৮, ইকোনমি: ৩.৯৮; সেরা বোলিং: ৪ / ৩৮
১১। অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):
১২ ম্যাচ; ৩০ উইকেট; ইকোনমি: ৪.৯৯; সেরা বোলিং: ৫ / ৩৫
মেহেদি হাসান মিরাজের কাঁধে চড়েই গত বছর ভারত সিরিজের বৈতরণী পার হয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছিলেন সিরিজসেরা। আইসিসির ২০২২ ওয়ানডে দলে জায়গা পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুধু ভারত সিরিজই নয়, আফগানিস্তান সিরিজেও বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছিলেন মিরাজ। মিরাজ ছাড়া এই দলে আছেন বাবর আজম, সিকান্দার রাজা, মোহাম্মদ সিরাজের মতো তারকা ক্রিকেটাররা। গত বছর ওয়ানডেতে পাকিস্তানি অধিনায়ক হ্যাটট্রিক সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেরও অধিনায়ক বাবর। আর রাজা ২০২২ বছরটা কাটিয়েছেন স্বপ্নের মতো। আগস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ-সেরা হয়েছিলেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। মোহাম্মদ সিরাজ নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন।
আইসিসির ২০২২ ওয়ানডে দলে দুজন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের। সিরাজ ছাড়া আরেক ভারতীয় ক্রিকেটার হলেন শ্রেয়াস আইয়ার। একজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।
আইসিসির ২০২২ ওয়ানডে দল:
১। বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান) :
৯ ম্যাচ; ৬৭৯ রান; গড়: ৮৪.৮৭; স্ট্রাইকরেট: ৯০.৭৭; সর্বোচ্চ: ১১৪; সেঞ্চুরি: ৩; ফিফটি: ৫
২। ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) :
৯ ম্যাচ, ৫৫০ রান, গড়: ৬৮.৭৫, স্ট্রাইকরেট: ১১২.২৪, সর্বোচ্চ: ১৫২, সেঞ্চুরি: ২, ফিফটি: ৩
৩। শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ):
২১ ম্যাচ; ৭০৯ রান; গড়: ৩৫.৪৫; স্ট্রাইকরেট: ৭৪.২৪; সর্বোচ্চ: ১২৭; সেঞ্চুরি: ৩; ফিফটি: ২
৪। শ্রেয়াস আইয়ার (ভারত):
১৭ ম্যাচ, ৭২৪ রান, গড়: ৫৫.৬৯, স্ট্রাইকরেট: ৯১.৫২, সর্বোচ্চ: ১১৩ *, সেঞ্চুরি: ১, ফিফটি: ৬
৫। টম লাথাম (উইকেটরক্ষক) (নিউজিল্যান্ড):
১৫ ম্যাচ; ৫৫৮ রান; গড়: ৫৫.৮০; স্ট্রাইকরেট: ১০১.২৭; সর্বোচ্চ: ১৪৫ *; সেঞ্চুরি: ২; ফিফটি: ২
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে):
১৫ ম্যাচ; ৬৪৫ রান; গড়: ৪৯.৬১; স্ট্রাইক রেট: ৮৭.১৬; সর্বোচ্চ: ১৩৫ *; সেঞ্চুরি: ৩; ফিফটি: ২
উইকেট: ৮; ইকোনমি: ৫.০৩; সেরা বোলিং: ৩ / ৫৬
৭। মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ):
১৫ ম্যাচ; ৩৩০ রান; গড়: ৬৬; স্ট্রাইকরেট: ৮৪.১৮; সেঞ্চুরি: ১; ফিফটি: ১; ২৪ উইকেট; ইকোনমি: ৫.৪৪; সেরা বোলিং: ৪ / ২৯
৮। আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ):
১৭ ম্যাচ; ২৭ উইকেট; ইকোনমি: ৪.৬১; সেরা বোলিং: ৩ / ৩৬
৯। মোহাম্মদ সিরাজ (ভারত):
১৫ ম্যাচ; ২৪ উইকেট; ইকোনমি: ৪.৬২; সেরা বোলিং: ৩ / ২৯
১০। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড):
৬ ম্যাচ, উইকেট: ১৮, ইকোনমি: ৩.৯৮; সেরা বোলিং: ৪ / ৩৮
১১। অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া):
১২ ম্যাচ; ৩০ উইকেট; ইকোনমি: ৪.৯৯; সেরা বোলিং: ৫ / ৩৫
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১৯ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে