বাবরকে নিয়ে এবার ‘ফ্যাব-ফাইভ’
কিছুদিন আগে বাবর আজমকে নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘বাবর সম্ভবত এখনকার সময়ের সেরা।’ বাবর যে বর্তমান সময়ের সেরা ব্যাটার, সেটি তাঁর পারফরম্যান্সই প্রমাণ। কোহলির মসনদে হানা দিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আসন ২০১৮ সালেই কেড়ে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক।