যে পন্থায় শুল্ক নির্ধারণ করেছে আমেরিকা
অধিকাংশ দেশের জন্য এই কো-এফিশিয়েন্ট ০.৫। কিন্তু আমেরিকা যাকে শাস্তি দিতে চায়, তার জন্য কো-এফিশিয়েন্টের হার বেশি রাখা হয়েছে। যেমন, চীনের জন্য কো-এফিশিয়েন্ট ০.৮ কিন্তু, পাকিস্তানের জন্য ০.৪১। বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা আনফেভারেবল হারে ডিউটি নির্ধারণ করা হয়েছে ০.৫৪ হারে কো-এফিশিয়েন্ট ধরে।