প্রীতি ম্যাচে বাংলাদেশের যত ভীতি
প্রতিপক্ষ ভুটানকে নিয়ে খুব একটা চিন্তার কথা না বাংলাদেশ দলের। কিন্তু ম্যাচটা যখন থিম্পুতে, ভয়টা মনে বাসা বাঁধে। ঠিক আট বছর আগে থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের সেই প্লে-অফ ম্যাচটিতে স্বাগতিকেরা জেতে ৩–১ গোলে। যেটা ছিল তাদের প্রথম জয়।