Ajker Patrika

কোনো দলই নিল না জামালকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো দলই নিল না জামালকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের দলবদল বন্ধ হয়ে গেছে গত রাতে। সবকিছুই হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তবে কিছুটা বিস্ময়কর—জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দলে ভেড়ায়নি কোনো ক্লাব। ইতিমধ্যে সব ক্লাবই নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তালিকায় নেই ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

গত মৌসুমে বেশ নাটকীয়তার পর আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন জামাল। আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল ডি মায়োর সঙ্গে নানান জটিলতার কারণে চুক্তি বাতিল করেন তিনি। পরে যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবাহনীতে। তবে ক্ষমতার পালাবদলে পরিস্থিতি বদলে যায়।

তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ট্রেবল বিজয়ী শেখ রাসেল নিজেদের প্রত্যাহার করায়, প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ হবে ১০টি দল নিয়ে। নতুন মৌসুমে শেখ জামাল থেকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। বসুন্ধরা ছাড়লেন বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। দলে ভিড়িয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উইঙ্গার জ্যারেড খাসাকে।

বর্তমান রানার্সআপ মোহামেডান ছাড়লেন শাহরিয়ার ইমন, হাসান মুরাদ। ধরে রেখেছে মালির সোলেমান দিয়াবাতে, উজবেকিস্তানের মোজাফফরভ ও নাইজেরিয়ার ইমানুয়েল সানডে ও ইমানুয়েল টনিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত