নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাতারের লুসাইলে আর্জেন্টিনার শিরোপা উদযাপন রীতিমতো আইকনিক হয়ে উঠেছে। ক্রিকেট হোক বা ফুটবল সব জায়গাতেই শিরোপা জেতার পর লিওনেল মেসিদের মতো উদযাপন করেন ক্রিকেটাররা। নেপালের মাঠে আজ প্রথম যুব সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার সেই উদযাপনকে মনে করাল বাংলাদেশ।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। শিরোপা নিয়ে উদযাপনের সময় প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ। পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এমন উদযাপন দেখে অনেক ফুটবলপ্রেমী হয়তো ‘টাইমমেশিনে’ চড়ে ২০২২ সালে ফেরত গেছেন। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে ধ্রুপদি ফাইনালে হারিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের তৃতীয় শিরোপাজয়ের পর মেসি ট্রফি হাতে ধীর পায়ে মঞ্চে উঠে সতীর্থদের সঙ্গে শিরোপাজয়ের উল্লাসে মেতেছিলেন।
কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চতুর্থবারের চেষ্টায় এবার শিরোপাখরা ঘুচিয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে নেপালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৭ ও ২০১৯ দুইবারই অনূর্ধ্ব-১৮ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশকে কাঁদিয়েছিল নেপাল ও ভারত।
মেসিদের মতো শিরোপা জয়ের উদযাপন ২০২৩ সালে অনুকরণ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দু্বাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। আর্জেন্টিনার মতো উদযাপন দেখা গেছে ২০২৪ আইপিএলেও। এ বছরের ২৬ মে আইপিএল ফাইনাল শেষে শিরোপা জয়ের পর মেসিদের মতো উদযাপন করে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন কলকাতা ঘোচায় ১০ বছরের আক্ষেপ
কাতারের লুসাইলে আর্জেন্টিনার শিরোপা উদযাপন রীতিমতো আইকনিক হয়ে উঠেছে। ক্রিকেট হোক বা ফুটবল সব জায়গাতেই শিরোপা জেতার পর লিওনেল মেসিদের মতো উদযাপন করেন ক্রিকেটাররা। নেপালের মাঠে আজ প্রথম যুব সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার সেই উদযাপনকে মনে করাল বাংলাদেশ।
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। শিরোপা নিয়ে উদযাপনের সময় প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ। পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এমন উদযাপন দেখে অনেক ফুটবলপ্রেমী হয়তো ‘টাইমমেশিনে’ চড়ে ২০২২ সালে ফেরত গেছেন। কাতারের লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে ধ্রুপদি ফাইনালে হারিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। আকাশী-নীলদের তৃতীয় শিরোপাজয়ের পর মেসি ট্রফি হাতে ধীর পায়ে মঞ্চে উঠে সতীর্থদের সঙ্গে শিরোপাজয়ের উল্লাসে মেতেছিলেন।
কোচ মারুফুল হকের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল চতুর্থবারের চেষ্টায় এবার শিরোপাখরা ঘুচিয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে নেপালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশ। তার আগে ২০১৭ ও ২০১৯ দুইবারই অনূর্ধ্ব-১৮ সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশকে কাঁদিয়েছিল নেপাল ও ভারত।
মেসিদের মতো শিরোপা জয়ের উদযাপন ২০২৩ সালে অনুকরণ করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দু্বাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। আর্জেন্টিনার মতো উদযাপন দেখা গেছে ২০২৪ আইপিএলেও। এ বছরের ২৬ মে আইপিএল ফাইনাল শেষে শিরোপা জয়ের পর মেসিদের মতো উদযাপন করে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন কলকাতা ঘোচায় ১০ বছরের আক্ষেপ
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে