Ajker Patrika

গ্রুপ সেরা হতে নেমে নেপালের কাছে হারল বাংলাদেশ 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮: ৩৭
গ্রুপ সেরা হতে নেমে নেপালের কাছে হারল বাংলাদেশ 

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অমন শিশুতোষ ভুলটা যদি না করতেন! এ নিয়ে আফসোস থাকতেই পারে। তবে এটিও যে খেলার অংশ। সেই ভুলের মাশুল অবশ্য ঠিকই দিতে হয়েছে বাংলাদেশকে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ললিতপুরের আনফা কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। 

হারলেও খুব বেশি ক্ষতি হয়নি মারুফুল হকের শিষ্যদের। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। শেষ চার নিশ্চিত করেছিল নেপালও। আজ স্বাগতিক সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে সেই স্বপ্নপূরণ হলো না দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করায়। 

১৬ মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। গোল আদায়ের জন্য সবাই উঠে এসেছিলেন। কিন্তু বক্সের ভেতর থেকে লম্বা করে বল ক্লিয়ার করে নেপাল। সেই বল প্রায় মাঝমাঠের কাছাকাছি এসে রিসিভ করতে চেষ্টা করেন শ্রাবণ। কিন্তু সেখানেই ভুল করে বসেন তিনি। শ্রাবণ থেকে বল কেড়ে নিয়ে এক টানে বল নিয়ে ঢুকে পড়েন সমির টামাং। সহজেই বল বাংলাদেশের জালে পাঠিয়ে আনন্দে ডিগবাজি দিতে শুরু করেন নেপাল ফরোয়ার্ড। 

পরের গোলটিতে অবশ্য শ্রাবণের করার কিছুই ছিল না। ১৮ মিনিটে থ্রো পেয়েছিল নেপাল। কয়েক সেকেন্ড পর কোনাকুনি ক্রস থেকে দুর্দান্ত গোলে নেপালের ব্যবধানটা ২-০ করে নেন নিরাজন ধামি। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন এই ফরোয়ার্ড। মুহূর্তেই দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ চেষ্টা করেছিল সমতায় ফিরতে। বিরতির আগেই একটি গোল শোধ দেয় মারুফুলের দল। 

৪২ মিনিটে একটি আক্রমণ থেকে বক্সের ভেতর নেপালের দুই ডিফেন্ডার বাধা দেন মিরাজুল ইসলামকে। এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। পরের মিনিটে সফল স্পটকিকে জাল খুঁজে নেন মিরাজুল। শ্রীলঙ্কার বিপক্ষেও দলের প্রথম গোলটি করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য কয়েকবার আক্রমণ করলেও সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। নেপালও বাড়াতে পারেনি ব্যবধান। 

সেমিফাইনালে বাংলাদেশ পেতে পারে ভারতকে। অবশ্য ‘বি’ গ্রুপে এখনো গ্রুপ সেরা কে হচ্ছে সেটি নিশ্চিত হয়নি। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত আর ২ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভুটানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত