নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাতেই যুব সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত এক মাসে বাংলাদেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল। ৫ আগস্ট সরকার পতনের পরও সেই রেশ এখনো কাটেনি। নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কথা জানানোর কাজটা করলেন বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১৬ মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গোলের পর জার্সি যখন উল্টো করে পরেন মিরাজুল, সেখানে লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ বাংলাদেশ স্ট্রাইকারের জার্সিতে লেখাটা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মারুফুল হকের বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৮৫ মিনিটে গোল করেন পিয়াশ আহমেদ নোভা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিনি একই সঙ্গে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্বও সামলাচ্ছেন।
১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শ্রাবণরা এরপর খেলবেন নেপালের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। শ্রীলঙ্কা নিজেদের দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপের অপর দল পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি।২৫ ও ২৬ আগস্ট হবে যুব সাফের দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২৮ আগস্ট। সব ম্যাচ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।
আরও পড়ুন:
সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাতেই যুব সাফের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত এক মাসে বাংলাদেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল। ৫ আগস্ট সরকার পতনের পরও সেই রেশ এখনো কাটেনি। নেপালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের কথা জানানোর কাজটা করলেন বাংলাদেশের স্ট্রাইকার মিরাজুল ইসলাম। ১৬ মিনিটে মিরাজুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গোলের পর জার্সি যখন উল্টো করে পরেন মিরাজুল, সেখানে লেখা ছিল—‘মুগ্ধ এবং আবু সাঈদ-এর স্মরণে মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’ বাংলাদেশ স্ট্রাইকারের জার্সিতে লেখাটা দেশের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মারুফুল হকের বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ৮৫ মিনিটে গোল করেন পিয়াশ আহমেদ নোভা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী হাসান শ্রাবণের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিনি একই সঙ্গে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের গোলপোস্টের দায়িত্বও সামলাচ্ছেন।
১৮ আগস্ট নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর শ্রাবণরা এরপর খেলবেন নেপালের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। এই ম্যাচেই জানা যাবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে কোন দল। শ্রীলঙ্কা নিজেদের দুটি ম্যাচেই হেরেছে। গ্রুপের অপর দল পাকিস্তান এখনো কোনো ম্যাচ খেলেনি।২৫ ও ২৬ আগস্ট হবে যুব সাফের দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২৮ আগস্ট। সব ম্যাচ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।
আরও পড়ুন:
ভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ নারী সাফ শুরু হচ্ছে আজ। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৭ সাফের ম্যাচ টিভিতে দেখাবে না।
৩ ঘণ্টা আগে