সুপারির ফলন ও দাম ভালো
ঝালকাঠিতে প্রচুর সুপারি উৎপাদন হয়েছে। অন্য বছরের তুলনায় এবারও ভালো দাম রয়েছে বলে জানা গেছে। রাজাপুর উপজেলা সদরের বাঘরী বাজার ও সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার, কাঠালিয়া উপজেলার বিনাপানি ও আমুয়া সুপারির হাট ঘরে এই তথ্য জানা গেছে।