Ajker Patrika

ওজনে কম দেওয়া দোকানির জরিমানা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ০৩
ওজনে কম দেওয়া দোকানির জরিমানা

ভোলার লালমোহনে হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখা, ফলের দোকানে কাগজের ব্যাগ (ঠোঙা) দিয়ে ক্রেতাদের ওজনে কম দেওয়া ও ফুটপাত দখলসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার দুপুরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

অভিযান চলার সময় ২০টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আগামী ২০ নভেম্বরের মধ্যে লালমোহন পৌরশহরের ফুটপাত মুক্ত করতে সকল ব্যবসায়ীদের সতর্ক করেন ইউএনও পল্লব কুমার হাজরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত