বরগুনায় নদের তীর ইজারায় নৌ বন্দরের নিষেধাজ্ঞা, বিপাকে ব্যবসায়ীরা
বরগুনার খাকদোন নদের তীরের জমিতে ৭৫টি দোকান ঘরের নির্মাণকাজ বন্ধ রাখতে নোটিশ দিয়েছে নৌ বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই জমি জেলা প্রশাসনের না। জমির মালিক নৌ বন্দর কর্তৃপক্ষকে না জানিয়ে উচ্ছেদ ও পুনরায় বন্দোবস্ত দেওয়া হয়েছে। এটা জেলা প্রশাসনের এখতিয়ার বহির্ভূত বিধায় তারা আইনি পদক্ষেপ নিয়েছে।