বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলায় নির্মাণাধীন ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংকে আটকা পড়ে জামাল হাওলাদার (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন গৌতম চন্দ্র দাস নামে আরেক শ্রমিক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার ওই এলাকার লতিফ হাওলাদারের ছেলে। অসুস্থ গৌতম চন্দ্র দাস পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অমৃত দাসের ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় স্কুলশিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন দুই জন শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের সিঁড়ির পাশের সেপটিক ট্যাংকের কাজ করতে জামাল হাওলাদার ট্যাংকের ভেতরে ঢুকেন।
এরপর ট্যাংকের ভেতরে থাকা গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করতে নামেন আরেক নির্মাণ শ্রমিক গৌতম চন্দ্র দাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়ে। ভবনের মালিক শ্রমিকদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জামালকে অজ্ঞান অবস্থায় আর গৌতমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ গৌতম চন্দ্র দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার পূর্বেই জামাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আর গুরুতর অসুস্থ গৌতমকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহত শ্রমিক জামালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিককে থানায় আনা হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলায় নির্মাণাধীন ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংকে আটকা পড়ে জামাল হাওলাদার (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়েছেন গৌতম চন্দ্র দাস নামে আরেক শ্রমিক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার ওই এলাকার লতিফ হাওলাদারের ছেলে। অসুস্থ গৌতম চন্দ্র দাস পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অমৃত দাসের ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোড এলাকায় স্কুলশিক্ষক নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন দুই জন শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের সিঁড়ির পাশের সেপটিক ট্যাংকের কাজ করতে জামাল হাওলাদার ট্যাংকের ভেতরে ঢুকেন।
এরপর ট্যাংকের ভেতরে থাকা গ্যাসের কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করতে নামেন আরেক নির্মাণ শ্রমিক গৌতম চন্দ্র দাস। তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়ে। ভবনের মালিক শ্রমিকদের খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জামালকে অজ্ঞান অবস্থায় আর গৌতমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অসুস্থ গৌতম চন্দ্র দাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার পূর্বেই জামাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আর গুরুতর অসুস্থ গৌতমকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহত শ্রমিক জামালের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিককে থানায় আনা হয়েছে।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৩ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৯ মিনিট আগে