ঢলের পানিতে তলিয়ে গেছে সিলেটের ৩ উপজেলায় বোরো ধান
উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় আকস্মিক সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঢলে তলিয়ে গেছে এই তিন উপজেলার প্রায় ১০ হাজার বিঘা বোরো ধানের জমি। ডুবে গেছে রাস্তাঘাট। অনেক বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি।