Ajker Patrika

কানাডায় ভূমিধসে ভেসে যাওয়া তিনটি মরদেহ উদ্ধার

কানাডায় ভূমিধসে ভেসে যাওয়া তিনটি মরদেহ উদ্ধার

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে নিখোঁজ তিনজনের মরদেহ পেয়েছে উদ্ধারকারী দল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল শনিবার উদ্ধারকারী দলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এই প্রদেশের কিছু অংশকে অচল করে দিয়েছে। যার ফলে খাদ্য ও জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। 

এর আগে এই প্রদেশে বন্যা ও ভূমিধসে গত বৃহস্পতিবার একজন মারা যায়। এ ছাড়া তিনজন নিখোঁজ ছিলেন। তখন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হয়েছিল। 

এ ছাড়া ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে ব্রিটিশ কলাম্বিয়ার স্থানীয় সময় গত বুধবার জরুরি অবস্থা জারি করে প্রশাসন। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে প্রদেশটির সড়ক ও রেলযোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। ভূমিধসের কারণে বেশির ভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত