Ajker Patrika

পানির চাপে ভাঙে ফ্লাড বাইপাস

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৪১
পানির চাপে ভাঙে ফ্লাড বাইপাস

বন্যার কোনো পূর্বাভাস না থাকায় ব্যারাজের গেট বন্ধ রাখা হয়। গত ২০ অক্টোবরের বন্যা ছিল আকস্মিক। ভারত থেকে আগাম বন্যার বার্তা না পাওয়ায় অতিরিক্ত পানির চাপে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস ভেঙে যায়। তদন্ত কমিটির কাছে বিষয়টি এভাবে জানালেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক বিভাগ) রুবাইয়াত ইমতিয়াজ।

তিনি আরও জানান, উত্তরের তিন জেলায় বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন সেচের পানির জন্য অক্টোবর মাসের ব্যারাজের গেট আটকিয়ে নদীর পানি রাখা হয়। এবার এ মাসে তিস্তা ব্যারাজের উজানে ভারত অংশে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়। পানির চাপ কমাতে ১৯ অক্টোবর ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় তিস্তা ব্যারাজে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। রাতে দ্রুত ব্যারাজের গেট খুলে দেওয়ার পরও সাড়ে ৪ হাজার কিউসেক ধারণক্ষমতার এ ব্যারাজে অতিরিক্ত দুই হাজার কিউসেক পানি নদীতে থাকায় ফ্লাড বাইপাসটি খুলে (ভেঙে) যায়।

ডিমলার খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘গত বন্যায় আগাম বার্তা জানিয়ে দেয় ব্যারাজ কর্তৃপক্ষ, কিন্তু এবার আমরা তা জানতে পারিনি। ফলে চরাঞ্চলের মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেদিনের বন্যার পানির চাপ ছিল অস্বাভাবিক।’

তদন্ত দলের প্রধান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. মিজানুর রহমান পরিদর্শন শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে জানান, দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার আগে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ১১ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘কার অবহেলায় এই বিপুল ক্ষয়ক্ষতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে লালমনিরহাট-২ আসনের সাংসদ মোতাহার হোসেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়ী করে পানিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের একটি তদন্ত দল গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও তিস্তাপারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে তদন্ত দল।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে পাউবোর সম্পদসহ ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতকোটি টাকার সম্পদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত