Ajker Patrika

অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১২

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ২৬
অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১২

ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় তিনজন মারা গেছে এবং ১২ জন নিখোঁজ রয়েছে। অন্ধ্র প্রদেশের তিনটি রায়ালাসিমা জেলা এবং একটি দক্ষিণ উপকূলীয় জেলায় ২০ সেন্টিমিটার বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আকস্মিক এই বন্যায় আটকে পড়া ১০ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে কাদাপা জেলায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। 

এদিকে এ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং রাজ্যকে সমস্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। 

সিএমওর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বন্যাকবলিত জেলাগুলোর একটি বায়বীয় সমীক্ষা করবেন মুখ্যমন্ত্রী। 

বিশাল বন্যার কারণে জেলাগুলোর কিছু জায়গায় রাস্তা কাটা পড়েছে এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক জায়গায় রাস্তা খালে পরিণত হয়েছে এবং অনেক যানবাহন ভেসে গেছে। 

পাহাড়ে আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য বিনা মূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা করতে তিরুমালা তিরুপতি দেবস্থানমের আধিকারীকদের বলেছেন মুখ্যমন্ত্রী। 

কাদাপা জেলার রাজামপেট নির্বাচনী এলাকায় বন্যায় ভেসে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১২ জন নিখোঁজ রয়েছে। এদিকে বন্যায় জেলায় মোট আটজন মারা যাওয়ার কথা পিটিআইকে জানিয়েছেন কাদাপা কালেক্টর বিজয়া রামা রাজু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত