Ajker Patrika

ফ্যাশন ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ১০: ২৭
ফ্যাশন ব্র্যান্ড

যে পোশাকগুলো তারকাদের গায়ে দেখা যায়, সেগুলো কোনো না কোনো বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের। সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এসব পোশাক কারা তৈরি করে, তা নিয়ে অনেকেরই কৌতূহল আছে।

৫. শ্যানেল
১৩ মিলিয়ন ডলার বা প্রায় ১১১ কোটি টাকার এই ব্র্যান্ডটি ফ্রান্সের। মেয়েদের পপ ঘরানার পোশাক তৈরির জন্য বিখ্যাত। সুগন্ধি, অলংকার, প্যান্ট ও টপস তৈরি করে তারা। ১৯০৯ সালে প্রতিষ্ঠা করেন গ্যাব্রিয়েল বেনহুর শ্যানেল। কোকো নামেও পরিচিত ছিলেন তিনি। তাঁর ব্যবসায়িক অংশীদারের নাতির হাতে এখন ব্যবসা চালানোর ভার।

৪. বারবেরি
যুক্তরাজ্যের এই ব্র্যান্ড রাজপরিবারের জন্য পোশাক তৈরি করে। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ এখন ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৯৯ হাজার কোটি টাকা। ইউরোপ ও এশিয়ায় তাদের বেশ সুনাম আছে। হলিউড তারকা অড্রে হেপবার্ন তাদের ক্রেতা ছিলেন। তাদের শোরুম থেকে ৯৫ হাজার ডলারের পোশাকও বিক্রি হয়েছে।

৩. গুচি
ইতালির এই ফ্যাশন ব্র্যান্ডের বয়স ১০০ বছর। ফ্লোরেন্স শহরের এই ফ্যাশন ব্র্যান্ডের মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ২৯ হাজার কোটি। শাখা আছে বিশ্বের ৪৮৭টি জায়গায়। তাদের শোরুমে হিরাখচিত আড়াই লাখ ডলারের বেল্টও আছে। পোশাকের পাশাপাশি ঘড়ি, অলংকার, সানগ্লাসও তারা তৈরি করে।

২. ডিওর
৬৮ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ কোটি টাকার এই কোম্পানি পোশাক, বিউটি পণ্য ও সুগন্ধি তৈরির জন্য বিখ্যাত। ১৯৪৬ সালে ফ্রান্সে স্থাপিত এই ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখা যায় নামীদামি সব ম্যাগাজিনে।

১. লুই ভিতোঁ
ফ্রান্সের সবচেয়ে দামি ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ১৮৫৪ সালে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৩০ বিলিয়ন ডলার বা প্রায় ১১ লাখ কোটি টাকা। তারা ব্যাগ, জুতা, সুগন্ধি, ফার কোট ও পোশাক তৈরি করে। ব্র্যান্ডটির বিজ্ঞাপনে দেখা গেছে ম্যাডোনা, এমা স্টোন ও কাইনি ওয়েস্টের মতো তারকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত