Ajker Patrika

ফেস পাউডারের কৌটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৩
ফেস পাউডারের কৌটা

এ সময়ে এমন কোনো নারী কি আছেন, যাঁর সাজ বাক্সে ফেস পাউডার নেই? যিনি মেকআপ একেবারেই করেন না, তাঁর পরিপাটি হয়ে বাইরে বের হওয়ার সময়ও প্রয়োজন পড়ে এই ফেস পাউডারের। খুব স্বাভাবিকভাবেই পাউডার শেষ হওয়ার পর খালি কৌটাটি ফেলে দেওয়া হয় ময়লার ঝুড়িতে। ফেস পাউডারের খালি কৌটাটি কিন্তু অন্য় কাজেও ব্যবহার করা সম্ভব।

কোনো কোনো ফেস পাউডারের কৌটার ভেতর পাফ রাখারও একটা ট্রে থাকে। সে ক্ষেত্রে একটু গভীর জায়গা পাওয়া যায়। এই অংশটায় ছোট ছোট গাছ লাগানো যেতে পারে। যাঁরা বারান্দা বা ছাদে বাগান করতে ভালোবাসেন বা নানান প্রপস দিয়ে বাগান পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করেন, তাঁরা ফেস পাউডারের কৌটায় গাছ লাগাতে পারেন।

প্রথমে স্পঞ্জে ডিটারজেন্ট নিয়ে খালি ফেস পাউডারের কৌটাটি ভালোভাবে ঘষে ধুয়ে ফেলুন। এবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন। কৌটার ভেতর মাটি ভরে নিন। সাকুলেন্ট বা ইঞ্চি প্ল্যান্টের মতো গাছ লাগাতে পারেন তাতে। ইচ্ছে হলে কৌটার গায়ে রং দিয়ে কিছু এঁকেও নেওয়া যায়। এবার কৌটাটি বারান্দা বা পছন্দের জায়গায় সাজিয়ে রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত