ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজে প্রায় ৩২ গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে উপজেলায় প্রায় ৩২টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার এলুয়াড়ী, আলাদীপুর, শিবনগরসহ ৩টি ইউনিয়নে বেশি লক্ষ করা গেছে এ রোগের প্রকোপ। অন্য ইউনিয়নগুলোতেও ধীরে ধীরে ছড়াচ্ছে এই রোগ।