পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মাথায় হেলমেট-ডিমের বাক্স, কিন্তু কেন
কথায় বলে, ‘চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা’। কিন্তু চুরিরই যদি কোনো সুযোগ না থাকে, সেখানে ধরা পড়ার প্রশ্ন আসবে না নিশ্চয়। সম্প্রতি ফিলিপাইনের একটি শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে চুরি করারই সুযোগ নেই।