ফিলিপাইনে শক্তিশালী টাইফুন নোরুর আঘাতে অন্তত ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে আঘাত হানে টাইফুন নোরু। স্থানীয়ভাবে কার্ডিং নামে পরিচিত সুপার টাইফুনটি প্রথমে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে আঘাত হানে। পরে কিছুটা দুর্বল হয়ে রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয়বার ভূমিতে আছড়ে পড়ে। সোমবার সন্ধ্যা নাগাদ টাইফুনটি ফিলিপাইন অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু।
টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
দেশটির বালকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো জানান, স্যান মিগুয়েল শহরে উদ্ধারকাজ চালানোর সময় প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা বিভাগের ৫ জন সদস্য বন্যার পানিতে ভেসে যান। এর আগে রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় গুরুতর বন্যার সতর্কতা জারি করেন স্থানীয় কর্মকর্তারা।
এ বিষয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস আজ সোমবার এক ব্রিফিংয়ে জানান, ‘আমার মনে হয় আমরা এবারের মতো বেঁচে গেছি। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটা স্পষ্ট যে, আমাদের জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে ঝুঁকি বিবেচনায় বিমান এবং ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লুজনে সরকারি সব কাজ স্থগিত করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন নোরুর আঘাতে অন্তত ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে আঘাত হানে টাইফুন নোরু। স্থানীয়ভাবে কার্ডিং নামে পরিচিত সুপার টাইফুনটি প্রথমে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে আঘাত হানে। পরে কিছুটা দুর্বল হয়ে রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয়বার ভূমিতে আছড়ে পড়ে। সোমবার সন্ধ্যা নাগাদ টাইফুনটি ফিলিপাইন অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু।
টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
দেশটির বালকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো জানান, স্যান মিগুয়েল শহরে উদ্ধারকাজ চালানোর সময় প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা বিভাগের ৫ জন সদস্য বন্যার পানিতে ভেসে যান। এর আগে রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় গুরুতর বন্যার সতর্কতা জারি করেন স্থানীয় কর্মকর্তারা।
এ বিষয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস আজ সোমবার এক ব্রিফিংয়ে জানান, ‘আমার মনে হয় আমরা এবারের মতো বেঁচে গেছি। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটা স্পষ্ট যে, আমাদের জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে ঝুঁকি বিবেচনায় বিমান এবং ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লুজনে সরকারি সব কাজ স্থগিত করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
১৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
২৪ মিনিট আগেওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১১ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১২ ঘণ্টা আগে