পাতালরাজ্যের আশ্চর্য এক নদী
ফিলিপাইনের পালাউয়ান প্রদেশের পশ্চিম উপকূলে দেখা পাবেন পোয়ের্তো প্রিন্সেসা নামের এক নদীর। আশ্চর্যজনক হলেও এটি বয়ে গেছে পাতাল বা মাটির নিচ দিয়ে। পৃথিবীতে এ ধরনের আরও কিছু পাতাল নদী থাকলেও পোয়ের্তো প্রিন্সেসা এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত। মজার ব্যাপার হলো, এই নদী একটি হ্রদ থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হ