গাজায় রয়ে গেলেন ‘ফিলিপিনো আধ্যাত্মিকতার প্রতীক’ ক্যাথলিক নান
ইসরায়েলের হামলার পর আটকে পড়া নাগরিকদের বেশির ভাগই গাজা ছেড়ে গেছেন, আরও চলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু একজন ফিলিপাইন বংশোদ্ভূত গাজা ছাড়তে রাজি নন, যিনি ক্যাথলিক নান (সন্ন্যাসিনী)। ‘ফিলিপিনো আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে’ তিনি বিধ্বস্ত গাজার গির্জায় রয়ে গেছেন।