মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চালের দাম বেঁধে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপিনোদের জীবনযাত্রার ব্যয় কমাতে, বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার এক নির্বাহী আদেশে চালের দাম নির্ধারণ করে দেন মার্কোস জুনিয়র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত নির্বাহী আদেশে বলা হয়েছে, ফিলিপিনোদের ওপর চলমান উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের কারণে এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সুবিধা দিতে চালের মূল্য বেঁধে দেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট কার্যালয়ের নির্বাহী আদেশ অনুসারে সাধারণ মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ ফিলিপিনো পেসো এবং তুলনামূলক উন্নতমানের মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ পেসো। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মূলত মজুত এবং ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে অবৈধভাবে চালের মূল্য বাড়ানো, কম ফলন এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে চালের এই দাম বাড়ানো হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ও কৃষিমন্ত্রী মার্কোস জুনিয়ার, শুল্ক কর্তৃপক্ষকে মজুত ও অবৈধ আমদানি রোধে চালের গুদাম পরিদর্শন জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থাকে বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর কার্টেল ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।
ফিলিপাইনের জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কর্তৃপক্ষের মতে, দেশে চালের মূল্যস্ফীতির হার ২০২২ সালের জানুয়ারিতে ছিল ১ শতাংশ। সেখান থেকে বেড়ে ২০২৩ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। ফিলিপাইনের প্রান্তিক জনগোষ্ঠী, যারা মোট জনসংখ্যার ৩০ শতাংশ, তারা তাদের মোট উপার্জনের ৬০ শতাংশই ব্যয় করে খাবার কেনার পেছনে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চালের দাম বেঁধে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপিনোদের জীবনযাত্রার ব্যয় কমাতে, বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার এক নির্বাহী আদেশে চালের দাম নির্ধারণ করে দেন মার্কোস জুনিয়র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত নির্বাহী আদেশে বলা হয়েছে, ফিলিপিনোদের ওপর চলমান উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপের কারণে এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের সুবিধা দিতে চালের মূল্য বেঁধে দেওয়ার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট কার্যালয়ের নির্বাহী আদেশ অনুসারে সাধারণ মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ ফিলিপিনো পেসো এবং তুলনামূলক উন্নতমানের মিলের চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ পেসো। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, মূলত মজুত এবং ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে অবৈধভাবে চালের মূল্য বাড়ানো, কম ফলন এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে চালের এই দাম বাড়ানো হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ও কৃষিমন্ত্রী মার্কোস জুনিয়ার, শুল্ক কর্তৃপক্ষকে মজুত ও অবৈধ আমদানি রোধে চালের গুদাম পরিদর্শন জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থাকে বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর কার্টেল ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।
ফিলিপাইনের জাতীয় অর্থনৈতিক ও উন্নয়ন কর্তৃপক্ষের মতে, দেশে চালের মূল্যস্ফীতির হার ২০২২ সালের জানুয়ারিতে ছিল ১ শতাংশ। সেখান থেকে বেড়ে ২০২৩ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। ফিলিপাইনের প্রান্তিক জনগোষ্ঠী, যারা মোট জনসংখ্যার ৩০ শতাংশ, তারা তাদের মোট উপার্জনের ৬০ শতাংশই ব্যয় করে খাবার কেনার পেছনে।
দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি
১ ঘণ্টা আগেভারত দাবি করেছে, তারা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে মাত্র ২৫ মিনিটে ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের অভ্যন্তর ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ৯টি ‘জঙ্গি’ ঘাঁটিতে আঘাত হানে। এতে ৭০ জন সন্ত্রাসবাদী নিহত হয়।
১ ঘণ্টা আগেপাকিস্তানজুড়ে নয়টি স্থাপনায় হামলার অল্প কিছুক্ষণ পরই ভারত ঘোষণা করে, ‘ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।’ এপ্রিলের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটকদের ব্যাপক প্রাণহানির পর দেশটি পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের পথ বেছে নেয়।
২ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগণের ‘বিশাল একটি অংশকে তৃতীয় কোনো দেশে’ চলে যেতে বাধ্য করা হবে। ইসরায়েল গাজায় জাতিগত নির্মূলীকরণের প্রচেষ্টা চালাচ্ছে এমন আশঙ্কার মধ্যেই তিনি
২ ঘণ্টা আগে