আশুলিয়ায় আগুনে পুড়ল ঝুটের গুদাম
সাভারের আশুলিয়ার পোশাক কারখানার ঝুট ও ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বুধবার বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার হারুন মন্ডলের মালিকানাধীন গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।