বারীর নির্দেশনায় মঞ্চে আসছে ‘হার্মাসিস ক্লিওপেট্রা’
প্রাচীন মিসরের ইতিহাস থেকে উঠে আসা চরিত্র হার্মাসিস। বিদেশি শক্তির হাত থেকে মিসরকে রক্ষার জন্য দেবতাদের দ্বারা আদেশপ্রাপ্ত হয় হার্মাসিস। এ দায়িত্ব নিয়ে কৌশলে ক্লিওপেট্রার প্রাসাদে ঢুকে পড়ে, রাজজ্যোতিষীর কাজ নেয়। ক্লিওপেট্রাকে হত্যার পরিকল্পনা করে সে। কিন্তু সফল হয় না। তার পথে বাধা হয়ে দাঁড়ায় প্রে