টি-শার্টে লাল-সবুজ বাংলাদেশ
পুরো পৃথিবীতে টি-শার্ট এখন তারুণ্যের পোশাক। একদিকে আরাম, অন্যদিকে বাহারি নকশার বৈচিত্র্য। এ দুটি গুণের কারণে তরুণেরা টি-শার্টকে প্রতিদিনের পোশাকের জায়গায় নিয়ে গেছেন। তারুণ্যের এ পোশাকে যখন ইতিহাস আর ঐতিহ্য যোগ হয় নকশার অনুষঙ্গে, তখন তা আর নিছক পোশাক থাকে না।