Ajker Patrika

দাম বাড়ার আশঙ্কায় শীতের পোশাক কিনতে ভিড়

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ২০
দাম বাড়ার আশঙ্কায় শীতের পোশাক কিনতে ভিড়

প্রকৃতিতে এখনো পুরো প্রভাব বিস্তার করেনি শীত। তবে এবার শীতের তীব্রতা আগের বছরগুলোর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, এমনটি আশঙ্কা করছেন অনেকে। তাই শীতের পোশাকের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই গরম পোশাকের দোকানগুলোতে জনসমাগম দেখা যাচ্ছে।

ক্রেতারা বলছেন, আগে এলে ভালো কাপড় পাওয়া যায়। সেই সঙ্গে দামও এখন সাধ্যের মধ্যেই আছে। একই সুরে কথা বলছেন সংশ্লিষ্টরা। তাঁরা জানিয়েছেন, জয়পুরহাট রেলওয়ে পৌর হকার্স মার্কেট সাধারণত অল্প আয়ের লোকেরাই কাপড় কিনতে আছেন। সে জন্য দোকানিদের কাপড়ের দাম স্বাভাবিক রাখতে বলা হয়েছে।

কথা হয় গরম পোশাক বিক্রেতা সমিতির সদস্য জুয়েলের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সমিতির আওতায় আছে ৩৬০টি দোকান। বিগত দিনে করোনার প্রভাবে আমাদের ছিল দুর্দিন। মার্কেটে আমাদের বেচাবিক্রি বৃদ্ধি পেয়েছে। চার-পাঁচ দিন থেকে সব খরচ বাদ দিয়ে প্রতিদিন আমাদের লাভ থাকছে বেশ। আর দু-এক সপ্তাহ পরে, এই বেচাবিক্রি আরও বৃদ্ধি পাবে; এমনটি আমাদের প্রত্যাশা।’

সদর উপজেলার শান্তিনগর মহল্লা থেকে গরম পোশাক কিনতে এসেছেন সোহাগ। তিনি বলেন, ‘ইতিমধ্যেই হালকা শীত নেমেছে। তাই আগে আগেই একটা জ্যাকেট কিনলাম। ভবিষ্যতে শীত আরও বাড়বে। তখন শীতের সঙ্গে পাল্লা দিয়ে গরম কাপড়ের দাম বাড়তে পারে। এই আশঙ্কা থেকে একটু আগে আগেই গরম কাপড় কিনলাম।’

জয়পুরহাটের কালাই উপজেলার ইমামপুর গ্রাম থেকে গরম কাপড় কিনতে এসেছেন অধ্যক্ষ আব্দুল করিম। তিনি বলেন, আগে আসলে ভালো মানের কিছু পোশাক পাওয়া যায়। তবে মার্কেটে গরম পোশাকের দাম স্বাভাবিক আছে।

জয়পুরহাটের রেলওয়ে পৌর হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মো. লালচান শেখ বলেন, পাঁচ-ছয় দিন থেকে মার্কেটে বেচাবিক্রি বেড়েছে। এবার একটু আগে আগে শীতের আগমন ঘটায় এমন চিত্র দেখা গেছে। তবে সমিতির পক্ষ থেকে দাম স্বাভাবিক রাখার জন্য সব দোকানিকে অনুরোধ করা হয়েছে। কারণ হকার্স মার্কেটে অল্প আয়ের লোকেরাই সাধারণত কাপড় কিনতে আসেন। তাঁদের কথা বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত