ট্রেন্ড এখন সিঙ্গেল কামিজের
সিম্পল কাটিং কাপড়ের মিনিমালে ঝুঁকছেন এ সময়ের তরুণীরা। পাশাপাশি ঝলমলে রং, দারুণ সব প্রিন্ট ও ব্যতিক্রমী আনুষঙ্গিকে পরিপূর্ণ স্টাইল ভান্ডার কোয়ার্কিতেও না নেই তাঁদের। জামাকাপড়ে এখন পলকা ডট, টাইপরাইটারস, সেলবোট, জিগজাগ, বাইসাইকেল, স্ট্রাইপ, ফ্লোরাল, অ্যানিমেল ইত্যাদি প্রিন্টের বাহার দেখা যায়। ফলে কোয়ার