ইসরায়েলি বিমানের তুরস্কে জরুরি অবতরণ, ফিরল জ্বালানি না নিয়েই
তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ইসরায়েলি একটি বিমান জরুরি অবতরণ করার পর সেটি জ্বালানি না নিয়েই ফিরে গেছে। ইসরায়েলিদের অভিযোগ, বিমানটিকে জ্বালানি দেননি বিমানবন্দরের কর্মীরা। তবে তুরস্কের ভাষ্য, বিমানটির ক্যাপ্টেন জ্বালানি না নিয়েই ফিরে যান। গত রোববার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ও ইসরায়েলি সংব