যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন মার্কিন ত্রাণ সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, এ দুর্ঘটনায় তাদের ‘হৃদয় ভেঙেছে’। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও আছেন। বিদেশিরা যথাক্রমে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। বাকিরা ফিলিস্তিনি।
গাজা উপত্যকার দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ওই পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই পাঁচ কর্মীর সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ওয়ার্ল্ড কিচেন সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মানবিক সহায়তা কর্মী ও বেসামরিক নাগরিকেরা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’
এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শোক প্রকাশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটস সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকাহত।’
হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, ‘মানবিক সাহায্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কারণ তাঁরা এমন সহায়তা প্রদান করেন, যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা ইসরায়েলকে দ্রুত এ ঘটনা তদন্ত করার অনুরোধ করছি।’
এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৩৯২ জন আহত হয়েছে। অথচ, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একবারও ফিলিস্তিনিদের নিহত বা আহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো শোক প্রকাশ করেনি।
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন মার্কিন ত্রাণ সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, এ দুর্ঘটনায় তাদের ‘হৃদয় ভেঙেছে’। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও আছেন। বিদেশিরা যথাক্রমে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। বাকিরা ফিলিস্তিনি।
গাজা উপত্যকার দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ওই পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই পাঁচ কর্মীর সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ওয়ার্ল্ড কিচেন সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মানবিক সহায়তা কর্মী ও বেসামরিক নাগরিকেরা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’
এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শোক প্রকাশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটস সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকাহত।’
হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, ‘মানবিক সাহায্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কারণ তাঁরা এমন সহায়তা প্রদান করেন, যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা ইসরায়েলকে দ্রুত এ ঘটনা তদন্ত করার অনুরোধ করছি।’
এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৩৯২ জন আহত হয়েছে। অথচ, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একবারও ফিলিস্তিনিদের নিহত বা আহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো শোক প্রকাশ করেনি।
কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩২ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা ‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে’।
২ ঘণ্টা আগে