পুরস্কারের ৭০ শতাংশ অন্য বলীদের দিলেন জীবন
জীবন বলীর জীবনে অন্য বলীদের অবদানও কম নয়। এত দূর আসার নেপথ্যে নিজের প্রচেষ্টা তো আছেই, সঙ্গে আছে অন্য বলীদের সহযোগিতাও। প্রবীণ বলীদের দেখে বলীখেলায় উদ্বুদ্ধ তো হয়েছেনই, আবদুল জব্বার বলীখেলার মূল মঞ্চে নামার আগের কিছুদিন এই বলীদের সঙ্গে খেলেই নিজেকে গড়ে তোলেন জীবন।