নাজিম আল শমষের, ঢাকা
সর্বশেষ ২০১৬ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন ক্রীড়াবিদ ও সংগঠকেরা। সেই অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন ২০১২ সালের নির্বাচিত ক্রীড়াবিদ ও সংগঠক। দীর্ঘসূত্রতায় আরেকটি জাতীয় জাতীয় পুরস্কার অনুষ্ঠান আয়োজন করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সময় লেগে গেল ছয় বছর।
২০১৩ থেকে ২০২০—একসঙ্গে ৮ বছরের ৮৮ ক্রীড়াবিদ ও সংগঠকের হাতে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেওয়া হবে আগামীকাল। মরণোত্তর স্বীকৃতি পাচ্ছেন অন্তত চারজন। বছরের পুরস্কার বছরে পেলে হয়তো জীবদ্দশায় জাতীয় স্বীকৃতি দেখার সৌভাগ্য হতো এই ক্রীড়াবিদদের।
ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৫ সালের মরণোত্তর পুরস্কার তুলে দেওয়া হবে খাজা রহমতউল্লাহর পরিবারের কাছে। কৃতী হকি খেলোয়াড় ও হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি রহমতউল্লাহ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২০১৭ সালের অক্টোবরে। ২০১৫ সালের পুরস্কার পরের বছর পেলে হয়তো নিজের অবদানের স্বীকৃতি দেখে যেতে পারতেন রহমতউল্লাহ।
রহমতউল্লাহর উদাহরণ টেনেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি। ফুটবলে অবদানের জন্য ২০১৪ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক এ তারকা ফুটবলার। পুরস্কার নিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেরিতে পুরস্কার দেওয়া হলে এর আগ্রহ ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লম্বা একটা সময়। এ সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত। ২০১৬ সালে আগের বছরের পুরস্কার তুলে দেওয়া হলে হয়তো রহমতউল্লাহ স্বীকৃতিটা পেতে পারতেন।’
পুরস্কার দিতে কেন দেরি, এটি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জাতীয় স্বীকৃতি পাওয়া জনির চাওয়া, খুব দ্রুতই যেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই চাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ও প্রবীন সংগঠক তানভীর মাজহার তান্নার। সংগঠক হিসেবে ২০১৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত এই সংগঠকের মন্তব্য, ‘ফুটবল ফেডারেশনও দেয় না, ক্রিকেট বোর্ডও উদ্যোগ নেয় না। দুই সংগঠন চাইলেই প্রতিবছর সেরা খেলোয়াড়কে পুরস্কার দিতে পারে। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম।’
তানভীর মাজহারের কথাতেই উঠে এসেছে প্রতিবছর সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনীহার কথা। প্রতিবছরই বেশ জমকালোভাবে অ্যাওয়ার্ড নাইট বা গালা নাইট উদ্যাপন করে ক্রিকেট অস্ট্রেলিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবিতেও একটা সময় অ্যাওয়ার্ড নাইটের প্রথা ছিল, যেটা থমকে আছে দেড় দশকের বেশি সময়। একাধিকবার বোর্ডের সভায় উঠেছে অ্যাওয়ার্ড নাইট আবারও শুরু করার প্রস্তাবনা। সেই অ্যাওয়ার্ড সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে হবে নাকি ২০০৫ সাল থেকে শুরু করে ১৫ বছরের একসঙ্গে দেওয়া হবে, সেটি নিয়ে দ্বিধায় বিসিবি।
গালা নাইট আবারও শুরুর আশা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের। অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক নিজেও ২০১৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল তিনি বলেন, ‘করোনার আগে গালা নাইট নিয়ে আলোচনা হয়েছিল। এরপর আর এগোনো হয়নি। আমরা আশাবাদী, আবারও শুরু করতে পারব।’
করোনার বিষয়টি সামনে এনেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও। মহামারির আগে অনিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দেওয়া হলেও গত দুই বছরে কোনো উদ্যোগ নেই বাফুফের। সোহাগ বলেন, ‘আমরা একটা সময় বর্ষসেরা ফুটবলার, কোচ, উঠতি ফুটবলারদের পুরস্কার দিয়েছি। হয়তো সেখানে একটা বিরতি পড়েছে। আমাদের ভাবনায় আছে আবারও নতুন করে শুরু করার।’
সর্বশেষ ২০১৬ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন ক্রীড়াবিদ ও সংগঠকেরা। সেই অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন ২০১২ সালের নির্বাচিত ক্রীড়াবিদ ও সংগঠক। দীর্ঘসূত্রতায় আরেকটি জাতীয় জাতীয় পুরস্কার অনুষ্ঠান আয়োজন করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সময় লেগে গেল ছয় বছর।
২০১৩ থেকে ২০২০—একসঙ্গে ৮ বছরের ৮৮ ক্রীড়াবিদ ও সংগঠকের হাতে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেওয়া হবে আগামীকাল। মরণোত্তর স্বীকৃতি পাচ্ছেন অন্তত চারজন। বছরের পুরস্কার বছরে পেলে হয়তো জীবদ্দশায় জাতীয় স্বীকৃতি দেখার সৌভাগ্য হতো এই ক্রীড়াবিদদের।
ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৫ সালের মরণোত্তর পুরস্কার তুলে দেওয়া হবে খাজা রহমতউল্লাহর পরিবারের কাছে। কৃতী হকি খেলোয়াড় ও হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি রহমতউল্লাহ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ২০১৭ সালের অক্টোবরে। ২০১৫ সালের পুরস্কার পরের বছর পেলে হয়তো নিজের অবদানের স্বীকৃতি দেখে যেতে পারতেন রহমতউল্লাহ।
রহমতউল্লাহর উদাহরণ টেনেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি। ফুটবলে অবদানের জন্য ২০১৪ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক এ তারকা ফুটবলার। পুরস্কার নিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘দেরিতে পুরস্কার দেওয়া হলে এর আগ্রহ ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লম্বা একটা সময়। এ সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত। ২০১৬ সালে আগের বছরের পুরস্কার তুলে দেওয়া হলে হয়তো রহমতউল্লাহ স্বীকৃতিটা পেতে পারতেন।’
পুরস্কার দিতে কেন দেরি, এটি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জাতীয় স্বীকৃতি পাওয়া জনির চাওয়া, খুব দ্রুতই যেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই চাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ও প্রবীন সংগঠক তানভীর মাজহার তান্নার। সংগঠক হিসেবে ২০১৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত এই সংগঠকের মন্তব্য, ‘ফুটবল ফেডারেশনও দেয় না, ক্রিকেট বোর্ডও উদ্যোগ নেয় না। দুই সংগঠন চাইলেই প্রতিবছর সেরা খেলোয়াড়কে পুরস্কার দিতে পারে। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম।’
তানভীর মাজহারের কথাতেই উঠে এসেছে প্রতিবছর সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনীহার কথা। প্রতিবছরই বেশ জমকালোভাবে অ্যাওয়ার্ড নাইট বা গালা নাইট উদ্যাপন করে ক্রিকেট অস্ট্রেলিয়া, ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবিতেও একটা সময় অ্যাওয়ার্ড নাইটের প্রথা ছিল, যেটা থমকে আছে দেড় দশকের বেশি সময়। একাধিকবার বোর্ডের সভায় উঠেছে অ্যাওয়ার্ড নাইট আবারও শুরু করার প্রস্তাবনা। সেই অ্যাওয়ার্ড সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে হবে নাকি ২০০৫ সাল থেকে শুরু করে ১৫ বছরের একসঙ্গে দেওয়া হবে, সেটি নিয়ে দ্বিধায় বিসিবি।
গালা নাইট আবারও শুরুর আশা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের। অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক নিজেও ২০১৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল তিনি বলেন, ‘করোনার আগে গালা নাইট নিয়ে আলোচনা হয়েছিল। এরপর আর এগোনো হয়নি। আমরা আশাবাদী, আবারও শুরু করতে পারব।’
করোনার বিষয়টি সামনে এনেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও। মহামারির আগে অনিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দেওয়া হলেও গত দুই বছরে কোনো উদ্যোগ নেই বাফুফের। সোহাগ বলেন, ‘আমরা একটা সময় বর্ষসেরা ফুটবলার, কোচ, উঠতি ফুটবলারদের পুরস্কার দিয়েছি। হয়তো সেখানে একটা বিরতি পড়েছে। আমাদের ভাবনায় আছে আবারও নতুন করে শুরু করার।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫