মিডিয়া ও অ্যাডভারটাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে এবার আরও একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫ তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার।
মাইন্ডশেয়ার বাংলাদেশের পাওয়া পুরস্কারের মধ্যে আছে ২টি ব্রোঞ্জ,৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোন-এর জন্য করা ‘এক যোগে এক সঙ্গে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে ২টি সিলভার। বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটি জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপ-এর ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি দেশের বাইরের এমন আসর থেকে ৬টি অ্যাওয়ার্ডের সম্মান জিতে নেওয়ার বিষয়টি মাইন্ডশেয়ার বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।
মাইন্ডশেয়ার বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়া, অ্যাডভারটাইজিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছে। কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার জন্য এমন স্বীকৃতি পেয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ গর্বিত এবং মূল্যবান ক্লায়েন্টদের প্রতি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর, এ বছর আরও বড় পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড হায়াটে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাব এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট।
মিডিয়া ও অ্যাডভারটাইজিংয়ের আন্তর্জাতিক পরিসরে এবার আরও একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়াফেস্ট’-এর ১৫ তম আসরে দেওয়া অ্যাবি অ্যাওয়ার্ডসের ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া’ ক্যাটাগরিতে মোট ৬টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে মাইন্ডশেয়ার।
মাইন্ডশেয়ার বাংলাদেশের পাওয়া পুরস্কারের মধ্যে আছে ২টি ব্রোঞ্জ,৩টি সিলভার এবং ১টি গোল্ড। ব্রোঞ্জ দুটির একটি এসেছে ‘রিন’ ব্র্যান্ডটির প্যাক রিলঞ্চ ক্যাম্পেইনের জন্য, আর অন্যটি ‘ট্রেসেমি’র জন্য করা ‘ট্রেসেমি ফ্যাশন উইক ২০২০’ ক্যাম্পেইনটির সুবাদে। গ্রামীণফোন-এর জন্য করা ‘এক যোগে এক সঙ্গে’ এবং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ক্যাম্পেইন দুটি ঘরে এনেছে ২টি সিলভার। বাটা’র ‘সারপ্রাইজিংলি বাটা’ ক্যাম্পেইনটি জিতেছে ১টি সিলভার অ্যাওয়ার্ড। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে ক্লোজআপ-এর ‘কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারকার আসরে ৮টি ‘গোল্ড অ্যাবি’ জিতে নিয়ে পূর্ববর্তী আসরে পাওয়া ‘এজেন্সি অব দ্য ইয়ার’ খেতাবটি আবারও ধরে রেখেছে মাইন্ডশেয়ার। পাশাপাশি দেশের বাইরের এমন আসর থেকে ৬টি অ্যাওয়ার্ডের সম্মান জিতে নেওয়ার বিষয়টি মাইন্ডশেয়ার বাংলাদেশের জন্য আনন্দের ও অনুপ্রেরণার।
মাইন্ডশেয়ার বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে মিডিয়া, অ্যাডভারটাইজিং, ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছে। কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার জন্য এমন স্বীকৃতি পেয়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ গর্বিত এবং মূল্যবান ক্লায়েন্টদের প্রতি তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর, এ বছর আরও বড় পরিসরে গোয়া’র বাম্বোলিমে অবস্থিত গ্র্যান্ড হায়াটে ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত হয় অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাব এর যৌথ উৎসব এই গোয়াফেস্ট।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৬ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
৬ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
৬ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
৬ ঘণ্টা আগে