পিরোজপুরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চালিতাখালী গ্রাম থেকে পলাশ শিকদার নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পলাশ শিকদারের থেকে একটি এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পলাশ শিকদার (৩২) চালিতাখালী গ্রাম গ্রামের আফজাল শিকদারের ছেলে।