জেগে ওঠা ডুবোচরে ফেরি চলাচল ব্যাহত
পিরোজপুরের কচা নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবোচরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে টগড়া-চরখালী নৌ পথে ফেরি চলাচল। এতে একদিকে যেমন বিপাকে পড়েছে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৪টি পথের যানবাহন চলাচল, তেমনি হুমকির মুখে পড়েছে জেলা শহরের সঙ্গে উপজেলার যোগাযোগব্যবস্থা।