চোট পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নতুন নয় নেইমারের জন্য। ক্যারিয়ারের পুরোটা সময় তাঁর কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলিয়ান সুপারস্টারের ছিটকে যাওয়া মানে প্রতিপক্ষের আনন্দ। তেমনটা দেখা গেল এবারও।
ফ্রেঞ্চ ফুটবলে পিএসজির চির প্রতিদ্বন্দ্বী মার্শেই। এই দুই দলের ধ্রুপদী লড়াইয়ের পোশাকি নাম ‘দ্য ক্লাসিক’। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ছিটকে যাওয়ায় ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ক্রিস্তোফ দুগারি খুশি হবেন সেটিই তো স্বাভাবিক। তবে বার্সেলোনা, বোর্দো ও মার্শেইয়ের সাবেক এই ফরোয়ার্ড আনন্দিত নেইমারকে ছাড়া পিএসজির ভবিষ্যত সৌভাগ্যের কথা চিন্তা করে।
গোড়ালির চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। গত মাসে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো ডলারের এই তারকাকে ৩ থেকে ৪ মাস থাকতে হবে মাঠের বাইরে। গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপাচার করতে হবে তাঁর।
প্রতিপক্ষ দলের সমর্থক হোক, তারপরও নেইমারের এমন চোটে কোথায় একটু সমবেদনা জানাবেন দুগারি, উল্টো ব্রাজিলিয়ান তারকার দুর্দশা নিয়ে উদ্যাপন করেছেন তিনি। একেই বলে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। নেইমারকে ছাড়ায় বাকি ম্যাচগুলোতে ফরাসি চ্যাম্পিয়নদের খেলতে হওয়ায় খুশি তিনি। দুগারি জানান, নেইমারকে ছাড়ায় ভালো খেলে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—ফরাসি ফুটবলের তো বটে আক্রমণভাগে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জুটি এটি। তারপরও এই মৌসুমে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে তাঁরা। তবে নেইমার ছিটকে যাওয়ার পর লিগে মার্শেইয়ের বিপক্ষে ৩-৫-২ ফর্মেশনে খেলে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সেই সাফল্য গালতিয়েরের শিষ্যরা টেনে এনে গত শনিবার নঁতেকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে। মেসি ও এমবাপ্পে দুজনই পান জালের দেখা।
নেইমারকে ছাড়া প্যারিসিয়ানদের এমন চেনা ছন্দে দেখে খুশি দুগারি। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘নেইমার চোট পাওয়ায় আমি খুশি। আমি মনে করি, এটা পিএসজির জন্য অবিশ্বাস্য সুযোগ। ভাগ্যের আশ্চর্যজনক স্ট্রোক ক্রিস্তোফ গালতিয়েরের জন্য। এই দল পাঁচ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার এবং সামনে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে আগের চেয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল।’
নেইমারকে আর পিএসজির জার্সিতে দেখতে না চেয়ে দুগারি আরও বলেন, ‘আমি আর তাকে দেখাটা সহ্য করতে পারি না। আমি তার পাশে আর দাঁড়াতে চাই না। সেই ড্রিবলিং ও মানসিকতার জন্য তাকে অসহ্যকর লাগে। আমি তাকে আর মাঠে দেখতে চাই না, আমি ক্লান্ত।’
পিএসজিতে নেইমারের অভাবটা বুঝতে দিচ্ছেন না আক্রমণভাগে তাঁর দুই সতীর্থ মেসি ও এমবাপ্পে। গালতিয়ের আক্রমণভাগে শক্তি বাড়ানোর জন্য এই দুজনের সঙ্গে রাখছেন ২০ বছর বয়সী স্ট্রাইকার হুগো এতিক্কেকে। আজ রাতে নেইমারকে ছাড়ায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউখের বিপক্ষে তাদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। সেই ম্যাচে খেলেছিলেন নেইমারও।
চোট পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নতুন নয় নেইমারের জন্য। ক্যারিয়ারের পুরোটা সময় তাঁর কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলিয়ান সুপারস্টারের ছিটকে যাওয়া মানে প্রতিপক্ষের আনন্দ। তেমনটা দেখা গেল এবারও।
ফ্রেঞ্চ ফুটবলে পিএসজির চির প্রতিদ্বন্দ্বী মার্শেই। এই দুই দলের ধ্রুপদী লড়াইয়ের পোশাকি নাম ‘দ্য ক্লাসিক’। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ছিটকে যাওয়ায় ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ক্রিস্তোফ দুগারি খুশি হবেন সেটিই তো স্বাভাবিক। তবে বার্সেলোনা, বোর্দো ও মার্শেইয়ের সাবেক এই ফরোয়ার্ড আনন্দিত নেইমারকে ছাড়া পিএসজির ভবিষ্যত সৌভাগ্যের কথা চিন্তা করে।
গোড়ালির চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। গত মাসে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় ৩১ বছর বয়সী ফরোয়ার্ডকে। রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো ডলারের এই তারকাকে ৩ থেকে ৪ মাস থাকতে হবে মাঠের বাইরে। গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপাচার করতে হবে তাঁর।
প্রতিপক্ষ দলের সমর্থক হোক, তারপরও নেইমারের এমন চোটে কোথায় একটু সমবেদনা জানাবেন দুগারি, উল্টো ব্রাজিলিয়ান তারকার দুর্দশা নিয়ে উদ্যাপন করেছেন তিনি। একেই বলে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। নেইমারকে ছাড়ায় বাকি ম্যাচগুলোতে ফরাসি চ্যাম্পিয়নদের খেলতে হওয়ায় খুশি তিনি। দুগারি জানান, নেইমারকে ছাড়ায় ভালো খেলে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—ফরাসি ফুটবলের তো বটে আক্রমণভাগে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জুটি এটি। তারপরও এই মৌসুমে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে তাঁরা। তবে নেইমার ছিটকে যাওয়ার পর লিগে মার্শেইয়ের বিপক্ষে ৩-৫-২ ফর্মেশনে খেলে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সেই সাফল্য গালতিয়েরের শিষ্যরা টেনে এনে গত শনিবার নঁতেকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে। মেসি ও এমবাপ্পে দুজনই পান জালের দেখা।
নেইমারকে ছাড়া প্যারিসিয়ানদের এমন চেনা ছন্দে দেখে খুশি দুগারি। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, ‘নেইমার চোট পাওয়ায় আমি খুশি। আমি মনে করি, এটা পিএসজির জন্য অবিশ্বাস্য সুযোগ। ভাগ্যের আশ্চর্যজনক স্ট্রোক ক্রিস্তোফ গালতিয়েরের জন্য। এই দল পাঁচ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার এবং সামনে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে আগের চেয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল।’
নেইমারকে আর পিএসজির জার্সিতে দেখতে না চেয়ে দুগারি আরও বলেন, ‘আমি আর তাকে দেখাটা সহ্য করতে পারি না। আমি তার পাশে আর দাঁড়াতে চাই না। সেই ড্রিবলিং ও মানসিকতার জন্য তাকে অসহ্যকর লাগে। আমি তাকে আর মাঠে দেখতে চাই না, আমি ক্লান্ত।’
পিএসজিতে নেইমারের অভাবটা বুঝতে দিচ্ছেন না আক্রমণভাগে তাঁর দুই সতীর্থ মেসি ও এমবাপ্পে। গালতিয়ের আক্রমণভাগে শক্তি বাড়ানোর জন্য এই দুজনের সঙ্গে রাখছেন ২০ বছর বয়সী স্ট্রাইকার হুগো এতিক্কেকে। আজ রাতে নেইমারকে ছাড়ায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউখের বিপক্ষে তাদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। সেই ম্যাচে খেলেছিলেন নেইমারও।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১২ ঘণ্টা আগে