Ajker Patrika

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন হাকিমির আইনজীবী

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২: ০৬
ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন হাকিমির আইনজীবী

গত পরশু আশরাফ হাকিমির জন্য ছিল ‘অম্লমধুর’ এক দিন। ফিফার ২০২২-এর বর্ষসেরা একাদশে যেমন জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি হাকিমির বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। তবে ধর্ষণের অভিযোগকে মিথ্যা দাবি করেছেন মরক্কোর এই ডিফেন্ডারের আইনজীবী।

হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। প্যারিসের বোলোনি এলাকায় গত শনিবার তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার মরক্কোর এই খেলোয়াড়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর ঘটনা প্রকাশ্যে আসে গত পরশু প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের দিনই। এই অনুষ্ঠানে হাকিমি উপস্থিত ছিলেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা দাবি করেছেন আইনজীবী ফ্যানি কলিন। লা প্যারিসিয়ানকে কলিন বলেছেন, ‘অভিযোগগুলো মিথ্যা। সে খুবই শান্ত ছেলে এবং ন্যায়বিচার পাবে।’ তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পিএসজি।

ফিফার ফিফপ্রোর ২০২২ বর্ষসেরা একাদশে হাকিমিসহ আছেন পিএসজির তিন খেলোয়াড়। প্যারিসিয়ানদের দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে আছেন এই দলে। এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন হাকিমি। করেছেন ৪ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত