টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় ক্ষুধার্ত বন্য হাতির আক্রমণে শিফা নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণের সঙ্গে তাঁর বিবাহের দিন ধার্য ছিল। কিন্তু আর ঘর বাধা হলো না শিফার।
গত বুধবার দিবাগত রাতের আঁধারে বাহার ছড়া ইউনিয়নের শীলছড়ি পাহাড়ি এলাকায় কয়েকটি হাতি হানা দেয়।
নিহত শিফা (১৮) স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে ও বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গত ৫ বছর আগে শিফার বাবা মারা যান। এদিকে তাঁর মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে দিনাতিপাত করছে। মানসিক ভারসাম্যহীন মা ও মেহেদী নামের এক ছোট ভাই নিয়ে ওই বাড়িতে থাকতেন শিফা।
স্থানীয় ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে পাহাড় থেকে একদল হাতির পাল খাদ্যের সন্ধানে নেমে আসে। এ পালের একটি হাতি বাড়ি ভেঙে ঢুকে ঘুমন্ত তরুণী হাতির পদতলে পড়ে এবং শুঁড় দিয়ে ছুড়ে মারায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীরা জানান, হাতির আক্রমণের সময় বাড়িতে ওই তরুণীর ছোট মেহেদীসহ মানসিক ভারসাম্যহীন মা বাড়ির এক কোনে লুকিয়ে ছিলেন। পরে শিফাকে আক্রমণ করে। পরে পার্শ্ববর্তী বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে। লোকজন উত্তেজিত না করলে চুপিসারে বনে ফিরে যায়। রাতে লোকালয়ে আসা হাতির আক্রমণে তরুণীর মৃত্যু হয়।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় ক্ষুধার্ত বন্য হাতির আক্রমণে শিফা নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণের সঙ্গে তাঁর বিবাহের দিন ধার্য ছিল। কিন্তু আর ঘর বাধা হলো না শিফার।
গত বুধবার দিবাগত রাতের আঁধারে বাহার ছড়া ইউনিয়নের শীলছড়ি পাহাড়ি এলাকায় কয়েকটি হাতি হানা দেয়।
নিহত শিফা (১৮) স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে ও বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গত ৫ বছর আগে শিফার বাবা মারা যান। এদিকে তাঁর মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে দিনাতিপাত করছে। মানসিক ভারসাম্যহীন মা ও মেহেদী নামের এক ছোট ভাই নিয়ে ওই বাড়িতে থাকতেন শিফা।
স্থানীয় ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে পাহাড় থেকে একদল হাতির পাল খাদ্যের সন্ধানে নেমে আসে। এ পালের একটি হাতি বাড়ি ভেঙে ঢুকে ঘুমন্ত তরুণী হাতির পদতলে পড়ে এবং শুঁড় দিয়ে ছুড়ে মারায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীরা জানান, হাতির আক্রমণের সময় বাড়িতে ওই তরুণীর ছোট মেহেদীসহ মানসিক ভারসাম্যহীন মা বাড়ির এক কোনে লুকিয়ে ছিলেন। পরে শিফাকে আক্রমণ করে। পরে পার্শ্ববর্তী বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে। লোকজন উত্তেজিত না করলে চুপিসারে বনে ফিরে যায়। রাতে লোকালয়ে আসা হাতির আক্রমণে তরুণীর মৃত্যু হয়।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৫ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৫ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে