প্রচারে আচরণবিধি ভঙ্গ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ জানুয়ারি ভোট গ্রহণ হবে। প্রচারণা শেষ হতে এখনো সপ্তাহ খানেক বাকি। উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরা জমজমাট প্রচারণা চালাচ্ছেন। তবে অনেক এলাকাতেই নির্বাচনী আচরণবিধি মানছেন না প্রার্থীরা।