Ajker Patrika

দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্বামীর জিডি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ২০
দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্বামীর জিডি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সন্তানসহ গৃহবধূ সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁদের না পেয়ে তাঁর স্বামী আনোয়ার হোসেন গত মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আনোয়ার হোসেন উপজেলার চরদেওকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

আনোয়ার হোসেন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এ নিয়ে তিনি রাগ করে গত ১৩ জানুয়ারি বিকেলে ১০ বছরের ছেলে সজীব ও ছয় বছরের মেয়ে আরজিনাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁদের সন্ধান পাচ্ছি না।’

পাকুন্দিয়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন, স্ত্রী-সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আনোয়ার হোসেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত